পুঁজিবাজারে তালিকাভূক্ত প্রাইম ব্যাংক লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে। গত বৃহষ্পতিবার ( ৪ জুন) অনলাইন সংবাদ সম্মেলনে ব্যাংকটি তাদের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে ব্যাংকটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ৪২ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৩৭ পয়সা। সে হিসেবে আগের বছরের তুলনায় শেয়ার প্রতি মুনাফা বেড়েছে ৫ পয়সা।
চলতি বছরের মার্চ শেষে ব্যাংকটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৩ টাকা ৮৬ পয়সা, যা ২০১৯ সালের মার্চ শেষে ছিল ২৩ টাকা ৫৭ পয়সা।
উল্লেখ্য, ২০০০ সালে দেশের পুঁজিবাজারে তালিকাভূক্ত ব্যাংকটির অনুমোদিত মূলধন ২ হাজার ৫’শ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ১ হাজার ১৩২কোটি ২৮ লাখ টাকা। ব্যাংকটির রিজার্ভে রয়েছে ১ হাজার ৩৭৬ কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকা।
আপনার মন্তব্য লিখুন