পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) কমিশনার পদে নিয়োগ পেয়েছেন সদ্যসাবেক শিল্পসচিব মো: আবদুল হালিম। এরফলে এক কমিশনারের শূণ্য পদ পূরণ হলো।
আজ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় আবদুল হালিমকে বিএসইসির কমিশনার নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে।
এরআগে গত ১৭ মে বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম। আর ২০ মে নিয়োগ পান দুই কমিশনার। আগে থেকে একজন কমিশনার দায়িত্বে ছিলেন। আজ নতুন আরেকজনকে নিয়োগের ফলে কমিশনের চার কমিশনারের পদ পূর্ণ হলো।
উল্লেখ্য, দীর্ঘ নয় বছর দায়িত্ব পালন শেষে গত ১৪ মে বিএসইসির চেয়ারম্যান পদ থেকে বিদায় নেন অধ্যাপক এম খায়রুল হোসেন। দায়িত্ব পালনের এ সময়ে মানহীন কোম্পানির তালিকাভূক্তির অনুমোদন নিয়ে বিনিয়োগকারীসহ বাজার সংশ্লিষ্টদের কাছে ব্যাপকভাবে সমালোচিত হন খায়রুল কমিশন।
আপনার মন্তব্য লিখুন