ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ডের আইপিও আবেদন শুরু

মার্কেট ট্রেন্ড বিডি ডটকম রিপোর্ট
রবিবার , ১৮ সেপ্টেম্বর ২০১৬

ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ডের প্রাথমিক গণপ্রস্তাবের ( আইপিও) জন্য আজ রবিবার থেকে আবেদন জমা নেয়া শুরু হয়েছে। চলবে ২ অক্টোবর পর্যন্ত। ১০ টাকা অভিহিত মূল্যের সর্বনিন্ম ৫০০ ইউনিট কেনার জন্য আবেদন করতে পারবেন বিনিয়োগকারীরা।

আইপিওর মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে ৯৫ কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে এর ট্রাস্টি। ফান্ডটির আকার হবে ২০০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তার অংশ ৪০ কোটি টাকা। আইপিও-পূর্ব প্লেসমেন্টের মাধ্যমে এরই মধ্যে সংগৃহীত হয়েছে ৬৫ কোটি টাকা। অবশিষ্ট ৯৫ কোটি টাকা আইপিও  থেকে সংগ্রহ করা হবে।

এই ফান্ডের উদ্যোক্তা হিসেবে রয়েছে রূপালী ব্যাংক লিমিটেড; পরিচালনায় ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড।

ফান্ডটির ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।

উল্লেখ্য, গত ১৭ আগস্ট ১০ বছর মেয়াদি এ মিউচুয়াল ফান্ডটির প্রসপেক্টাস অনুমোদন করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।