‘স্বল্পমেয়াদি সঞ্চয় দিয়ে দীর্ঘমেয়াদি বিনিয়োগ চ্যালেঞ্জিং’

রবিবার , ১৫ নভেম্বর ২০১৫

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, স্বল্পমেয়াদি সঞ্চয় দিয়ে দীর্ঘমেয়াদি বিনিয়োগ চ্যালেঞ্জিং। এ চ্যালেঞ্জ মোকাবেলায় দীর্ঘমেয়াদি সঞ্চয় নিশ্চিত করতে হবে।

গতকাল শনিবার ( ১৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘ব্যাংকিং ইন বাংলাদেশ : দ্য লিপ ফরওয়ার্ড’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ৫ বছরের সঞ্চয় দিয়ে ১০ বছরের জন্য বিনিয়োগ করা চ্যালেঞ্জিং। এটা যে কত বড় চ্যালেঞ্জিং ও টেনশনের তা কিছু সরকারি ব্যাংক বুঝতে পারছে। তাই দীর্ঘমেয়াদি বিনিয়োগকে সহজতর করার জন্য বাংলাদেশ ব্যাংক দীর্ঘমেয়াদি সঞ্চয় তৈরির লক্ষ্যে কাজ করছে।

ড. আতিউর বলেন, ৫ থেকে ৭ বছর মেয়াদি বিনিয়োগের জন্য ৩০০ মিলিয়ন ডলারের ফান্ড গঠন করা হয়েছে। এ ছাড়া ২০০ মিলিয়ন ডলারের ফান্ড গঠন করার কাজ চলছে। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক ১ বিলিয়ন ডলারের বন্ড ইস্যু করবে। যা দিয়ে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করা হবে।