করোনায় ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের বিও চার্জ মওকুফের দাবি

মার্কেটট্রেন্ডবিডিডটকম রিপাের্ট
মঙ্গলবার , ০২ জুন ২০২০

মহামারি করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত দেশের পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীরা ২০২০-২০২১ অর্থবছরের বাৎসরিক বিও চার্জ সম্পূর্ণ মওকুফের দাবি জানিয়েছেন। এ ব্যাপারে গতকাল সোমবার সাধারন বিনিয়োগকারীদের পক্ষ থেকে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান বরাবর একটি চিঠি দেয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, আমরা পুঁজিবাজারের সাধারন বিনিয়োকারী। এমনিতেই দীর্ঘদিন ধরে পুঁজিবাজার মন্দা যাচ্ছে। ব্যবসা সফল কোন আইপিও মার্কেটে না আসায় আমরা লাভের মুখ দেখতে পারিনি। এরইমধ্যে নভেল করোনাভাইরাসের মহামারিতে আমরা আরো ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছি। এ অবস্থায় ২০২০-২০২১ অর্থবছরের বিও নবায়ন ফি মওকুফ করার জন্য আবেদন জানাচ্ছি।

সাধারণ বিনিয়োগকারীদের পক্ষে এ চিঠিতে সাক্ষর করেছেন, নূর মোহাম্মদ, রাজন কুমার সাহা, মো: ইশতিয়াক আহমেদ ও মো: আনোয়ার হোসেন প্রমুখ।

উল্লেখ্য, চিঠির অনুলিপি অর্থমন্ত্রণালয়, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) পাঠানো হয়েছে।