মোনা ফুড প্রোডাক্টস লি: এর লোকসান বেড়েছে

সোমবার , ০৫ অক্টোবর ২০১৫

ওভার দা কাউন্টারে (ওটিসি) থাকা খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি মোনা ফুড প্রোডাক্টস লি: এর নীট লোকসান গতবছরের তুলনায় বেড়েছে। ৩০ জুন ২০১৫ সমাপ্ত অর্থ বছরের বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী প্রতিষ্ঠানটির ৮০ লাখ ৪০ হাজার টাকা নীট লোকসান করেছে। ওটিসি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি নীট লোকসান হয়েছে ১২.৫৬ টাকা। যা আগের বছর একই সময় ছিল ৬৯ লাখ ৫০ হাজার টাকা এবং শেয়ার প্রতি লোকসান ছিল ১০.৮৫ টাকা।

আলোচ্য অর্থবছর শেষে কোম্পানির মোট সমন্বিত লোকসান ১০ কোটি ৫ লাখ টাকা, শেয়ারহোল্ডার ইক্যুইটি (লোকসান) ৩ কোটি ৩৭ লাখ টাকা। শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য (৫২.৬৫) টাকা এবং শেয়ার প্রতি নগদ প্রবাহ (০.০৬) টাকা।

পুঁজিবাজারে ১৯৯৭ সালে তালিকাভুক্ত কোম্পানিটির মূলধন ৬ কোটি ৪০ লাখ টাকা । কোম্পানিটির মোট শেয়ারের ৫০ শতাংশ উদ্যোক্তা ও পরিচালকের কাছে এবং বাকি ৫০ শতাংশ সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে।