কারসাজি করে শেয়ারের মূল্য বাড়িয়েছে সজিব নীট ওয়্যার

রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০১৫

কারসাজি করে ইপিএস বেশি দেখিয়ে শেয়ারের মূল্য বাড়িয়েছে ওভার দা কাউন্টারে (ওটিসি) থাকা সজিব নীট ওয়্যার। কোম্পানিটি প্রান্তিক প্রতিবেদনে শেয়ার প্রতি আয় (ইপিএস) নিয়ে কারসাজি করছে। আর কারসাজি করে ইপিএস বেশি দেখিয়ে শেয়ারের মূল্য ১৩৮ শতাংশ বাড়ানো হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, জুন ক্লোজিং এ কোম্পানির তৃতীয় প্রান্তিকের প্রতিবেদন অনুযায়ী কর পরিশোধের পর নীট মুনাফা হয়েছে এক কোটি ১৩ লাখ টাকা। অথচ কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) দেখিয়েছে ৫ দশমিক ৫১ টাকা।

অপরদিকে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটি কর পরিশোধের পর নীট মুনাফা দেখিয়েছে এক কোটি ৯ লাখ ৬০ হাজার টাকা এবং ইপিএস দেখিয়েছে ১৩ দশমিক ৭০ টাকা।

অথচ কোম্পানিটির শেয়ার সংখ্যা ২ কোটি ৫ লাখ। আর নিয়ম অনুযায়ী নীট প্রফিটকে শেয়ার সংখ্যা দিয়ে ভাগ দিলে ইপিএস পাওয়া যায়। কিন্তু এ নিয়মে হিসাব করলে কোম্পানির দেওয়া ইপিএস এর সাথে মিলে না।

অপরদিকে ভুল ইপিএস দেখিয়ে কারসাজির মাধ্যমে কোম্পানিটির শেয়ারদর লাগামহীনভাবে বাড়ছে।

এ বিষয়ে কোম্পানির সাথে একাধিকবার যোগাযোগ করেও কাউকে পাওয়া যায়নি।