spot_img
Homeফিচার নিউজধানমন্ডিতে দিন-দুপুরে সোনার দোকানে চুরি

ধানমন্ডিতে দিন-দুপুরে সোনার দোকানে চুরি


রাজধানীর ধানমন্ডিতে সীমান্ত স্কয়ার শপিং মলের এক সোনার দোকানে দিন-দুপুরে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ জানুয়ারি) জুমার নামাজের সময় ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স নামে দোকানে এ ঘটনা ঘটে। 

ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, চুরির সময় দোকানে কোনও কর্মচারী ছিলেন না। এই সুযোগে চোর দোকানটিতে হানা দেয়। তবে কী পরিমাণ স্বর্ণালংকার চুরি হয়েছে— তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন,  সীমান্ত স্কয়ারের নিচতলায় ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স নামের সোনার দোকানে দুপুর ১টার পর চুরি হয়। সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে, ফুটেজে স্বর্ণালংকার চুরি করতে দেখা গেছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্তের কাজ চলছে।

দোকানের মালিক, মার্কেট কর্তৃপক্ষ ও মার্কেটের সিকিউরিটি অফিসারদের সঙ্গে কথাবার্তা চলছে। এখনও মামলা হয়নি। তবে বিষয়গুলো প্রক্রিয়াধীন বলে জানান ওসি।





RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

Recent Comments